পূর্বধলায় স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা
নেত্রকোণার পূর্বধলায় স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে প্রেমিকের ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মোবারক হোসেন (৪২) নামের চার সন্তানের একশফিকুল আলম শাহীন: নেত্রকোণার পূর্বধলায় স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে প্রেমিকের ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মোবারক হোসেন (৪২) নামের চার সন্তানের এক জনক। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোবারক উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষভেড় গ্রামের আঃ ছালামের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে মোবারক তার শ্বশুর বাড়ি এলাকায় বিষমপুর গ্রামে এসে ওই গ্রামের জনৈক বাদশা মিয়ার ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।স্থানীয়রা জানায়, গত ২০ বছর আগে মোবারক উপজেলার বিষমপুর গ্রামের ছালামের মেয়ে নূরুন্নাহারকে বিয়ে করেন। তাদের ঘরে চারটি সন্তান রয়েছে। বড় ছেলে বিয়েও করেছেন। সুখেই চলছিল তাদের সংসার। এরই মাঝে নূরুন্নাহার বিষমপুর গ্রামের মৃত রহম আলীর ছেলে তিন সন্তানের জনক বাদশা মিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
নিহত মোবারকের চাচা আব্দুর রহমান জানান, পরকীয়ায় কারণে গত ১৬ ফেব্রুয়ারি নূরুন্নাহার স্বামীর ঘর থেকে বাদশা মিয়ার সাথে ঢাকায় চলে যান। স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে মোবারক। কিন্তু পারেনি। এখন হয়ত মনের ক্ষোভেই বাদশা মিয়ার ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে কথা বলতে বাদশা মিয়া ও নূরুন্নাহারের সাথে যোগাযোগের চেষ্ঠা করে তাদেরকে পাওয়া যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন