পূর্বধলায় একদিনে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলায় একটি পরিত্যাক্ত ঘর থেকে নাঈম (২২) নামের এক যুবক ও শ্বশুর বাড়ি এলাকার একটি ঘরের বারন্দাা থেকে মোবারক হোসেন (৪২) নামের অপর এক ব্যক্পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় একটি পরিত্যাক্ত ঘর থেকে নাঈম (২২) নামের এক যুবক ও শ্বশুর বাড়ি এলাকার একটি ঘরের বারন্দাা থেকে মোবারক হোসেন (৪২) নামের অপর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তপাড়া ও বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রাম থেকে আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহত নাঈম উপজেলার বারহা উত্তপাড়া গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে ও মোবারক হোসেন উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষভেড় গ্রামের আঃ ছালামের ছেলে।
পুলিশ জানায়, নাঈম কিছুটা মাদকাসক্ত ছিল। শনিবার সকাল ৯টার দিকে সবার অজান্তে তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের আড়ায় গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।
অপর দিকে মোবারক হোসেন গত শুক্রবার দিবাগত রাতে তার শ্বশুর বাড়ি এলাকায় বিষমপুর গ্রামে এসে ওই গ্রামের জনৈক বাদশা মিয়ার ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন