পূর্বধলায় নদীতে ডুবে দাদী-নাতির মুত্যু
নেত্রকোণার পূর্বধলায় পায়ে হেটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে দাদী-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নারায়নডহর এলাকায় মগড়া নদী থেকে ওই দাদী-নাতপূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় পায়ে হেটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে দাদী-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নারায়নডহর এলাকায় মগড়া নদী থেকে ওই দাদী-নাতির লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমূলকান্দি (বহেরা কান্দা) গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তার ছেলের দিকে নাততি লিটন মিয়ার মেয়ে লিজা আক্তার (৭)।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ফাতেমা নাতি লিজাকে নিয়ে তার মেয়ের বাড়ি উপজেলার নারায়নডহর গ্রামে যাচ্ছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেয়ের বাড়িতে না যাওয়ায় স্বজনরা তাদেরকে খোঁজাখুজি করতে থাকেন।
এক পর্যায়ে রাত নয়টার দিকে স্থানীয় লোকজন উপজেলার নারায়নডহর এলাকায় মগড়া নদীতে ফাতেমার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নিহতের স্বজনরা নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুজির পর রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, এ সময়ে নদীতে পানি কম থাকায় তারা পায়ে হেটে নদী পার হওয়ার সময় ডোবাতে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম পূর্বকন্ঠকে জানান, খবর পেয়ে রাতেই লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন