{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় পাঠাগারে দুর্বৃত্তদের আগুন! পুড়ে গেছে মূল্যবান বই

নেত্রকোণার পূর্বধলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি পাঠাগারের মূল্যবান কিছু বই। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈরাটি ইউনি

শফিকুল আলম শাহীন : নেত্রকোণার পূর্বধলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি পাঠাগারের মূল্যবান কিছু বই। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে শাহেদা স্মৃতি পাঠাগারে এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঠাগারে সংরক্ষিত ৪০টি মূল্যবান বই পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান গত ২০১১ সালে তাঁর নিজ বাড়ির পাশে তাঁর মায়ের নামে  প্রতিষ্ঠা করেন শাহেদা স্মৃতি পাঠাগার নামে একটি পাঠাগার।

উক্ত পাঠাগারে দুষ্প্রাপ্য বইসহ প্রায় সাড়ে পাঁচ হাজার বই রয়েছে। প্রতিদিন পাঠাগারে গড়ে প্রায় ৩০/৪০জন পাঠক বই পড়তে আসেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে কে বা কারা পাঠাগারের পেছনের জানালা দিয়ে ব্রেঞ্চে রাখা কিছু বইয়ে আগুন ধরিয়ে দেয়।

পাঠাগারের দায়িত্বে থাকা হাফিজুর রহমান খান পাঠান (লেলিন) জানান, স্থানীয় ব্যবসায়ী নিরঞ্জন নামের এক ব্যক্তি গভীর রাতে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে তাৎক্ষণিক তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাঠাগারে থাকা প্রায় ৩০-৪০টি মূল্যবান বই সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন