সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত মানববন্ধনে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমদ খান কামাল, এমদাদুল ইসলাম, ডা. শহিদুল্লাহ, আল মনসুর, জিয়াউর রহমান, আব্দুল্লাহ সাকিব, আজকের আরবান এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল-মামুন, সোনালি নিউজের উপজেলা প্রতিনিধি মিঠু সরকার, আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজীব, মানবজমিনের উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্চু প্রমুখ।প্রসঙ্গত, গত (৬ আগস্ট) বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।
একটি মন্তব্য পোস্ট করুন