ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শ্রমিক
নেত্রকোণার পূর্বধলার দুই শ্রমিক মোহনগঞ্জের সাতমা ধলাই নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন।পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলার দুই শ্রমিক মোহনগঞ্জের সাতমা ধলাই নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে নদীটির আদর্শ নগর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।নিখোঁজ শ্রমিকরা হলেন- পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা গ্রামের আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (২০) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মারুফ মিয়া (২৪)। তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর গনি।,
মোহনগঞ্জ ফায়ার স্টেশনের লিডার বজলুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে নদীটির আদর্শ নগর এলাকায় একটি ব্রিজের নিচে বালুবোঝাই ট্রলারটি নোঙর করে ট্রলারের চালক ও দুই শ্রমিক রাত্রি যাপন করছিলেন। রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এ সময় চালক আব্দুল হক তীরে উঠতে পারলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন।,
ময়মনসিংহ ফায়ার স্টেশনের লিডার নুর আলম খান জানান, খবর পেয়েই আজ সকাল সাড়ে নয়টার দিকে পাঁচ সদসের একটি ডুবুরি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ‘নদীতে প্রবল স্রোত ও বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। এর পরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।,’
একটি মন্তব্য পোস্ট করুন