পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার ভিতরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মৃত জামির উদ্দিন মুন্সির ছেলে।পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ছয়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা জানান, নিহত আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে তিনি নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।,
একটি মন্তব্য পোস্ট করুন