পূর্বধলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
উপজেলা সদরের পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান হাত ধোয়া কর্মসূচির উদ্বোধনপূূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বুধবার (১৫ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সদরের পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী যোবায়ের আল-মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মতিউর রহমান, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, ওয়ার্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন