পূর্বধলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় ৩০ পিস ইয়াবাসহ সাইকুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার খলিশাউপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ৩০ পিস ইয়াবাসহ সাইকুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইকুল ওই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান , সাইকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খলাপাড়া গ্রামের জনৈক খোকন মিয়ার দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শুক্রবার বিকালে আসামিকে পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়।
এ দিকে সাইকুলকে গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক চক্রে এক ধরনের সতর্কতা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের তৎপরতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অভিযান শুধু মাদক চক্রকে ধ্বংস করবে না, বরং জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়তা করবে।
স্থানীয়রা বলছেন, “এ ধরনের অভিযান দেখে মনে হচ্ছে পুলিশ মাদকবিরোধী অভিযানকে গুরুত্ব দিচ্ছে। এটি আমাদের এলাকাকে নিরাপদ রাখার দিকেও সাহায্য করবে।”
একটি মন্তব্য পোস্ট করুন