পূর্বধলায় বিদ্যুতের ট্রান্সফরমারসহ তিন চোর আটক
পূর্বধলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে চোরচক্রের তিন সদস্যকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা ।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে চোরচক্রের তিন সদস্যকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা । রবিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার আগিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (২৭) ও শহিদুল ইসলাম (৩৫), এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে আল মানুন (২৫)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে বালিয়া গ্রামের সাইদুর রহমান তালুকদারের মুদি দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দুলাল হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন। পরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন