পূর্বধলায় আলহাজ্ব মুশতাক আহমদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোনার পূর্বধলায় সোমবার (১০ নভেম্বর) বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুশতাক আহমদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিতপূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সোমবার (১০ নভেম্বর) বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুশতাক আহমদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপি’র উদ্যোগে এ উপলক্ষে উপজেলা সদরের পূর্বধলা পাটবাজারে কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। প্রধান বক্তা ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার।মরহুমের স্মৃতিচারণ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আলহাজ্ব মুশতাক আহমদ ছিলেন পূর্বধলার রাজনীতিতে নিবেদিতপ্রাণ, সৎ ও দূরদর্শী নেতা। তিনি এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার রক্ষা ও উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে আজীবন কাজ করেছেন।
শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মজিবুর রহমান।
উল্লেখ্য, আলহাজ্ব মুশতাক আহমদ ২০১২ সালের ১০ নভেম্বর ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সহ-সভাপতি, দুইবার উপজেলা চেয়ারম্যান, তিনবার বিআরডিবি চেয়ারম্যান, সাবেক পৌর প্রশাসক ও পূর্বধলা বড় মসজিদ ও বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।,


একটি মন্তব্য পোস্ট করুন