পূর্বধলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সেহলা গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে ও পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা আহমেদ (৩৭), উপজেলার নারান্দিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৪০), একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলার পাইলাটি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান তালুকদার (হাবুল) (৫৩) এবং পূর্বধলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উপজেলার খারচাইল গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে মো. সাদেকুর রহমান বাচ্চু (৫০)।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং–০১, তারিখ ০১-১২-
২৪, ধারা–১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ ও দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন