পূর্বধলায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোনার পূর্বধলায় ১২০ গ্রাম গাঁজাসহ হনুফা বেগম (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।......পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১২০ গ্রাম গাঁজাসহ হনুফা বেগম (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার খলিশাউড় বনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হনুফা বেগম ওই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার স্ত্রী।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, হনুফা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদে পুলিশের একটি দল, এসআই মোবারক হোসেনের নেতৃত্বে, হনুফার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার পর পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন