পূর্বধলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় আলোচকরা ৯ ডিসেম্বর পূর্বধলা মুক্ত দিবস এবং শুদ্ধ ও মর্যাদাপূর্ণভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনসহ বিজয় দিবসের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা জরুরি।
সভায় নানা আনুষ্ঠানিক কর্মসূচি—শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজসহ বিভিন্ন আয়োজনের খসড়া আলোচনা করা হয়। সভার শেষে জাতীয় দিবস পালনকে কেন্দ্র করে সকল দপ্তর ও সংগঠনের মধ্যে সমন্বয় জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন