আজ ৯ ডিসেম্বর পূর্বধলা মুক্ত দিবস
আজ ৯ ডিসেম্বর পূর্বধলা মুক্ত দিবস। স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দীর্ঘ নয় মাস সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেন। ১৯৭১ সালের এই দিনে নপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আজ ৯ ডিসেম্বর পূর্বধলা মুক্ত দিবস। স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দীর্ঘ নয় মাস সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেন। ১৯৭১ সালের এই দিনে নেত্রকোনার পূর্বধলা উপজেলা শত্রুমুক্ত হয়।
মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার যৌথ আক্রমনে পাক হানাদার বাহিনী ৮ ডিসেম্বর রাতে পূর্বধলা থেকে পালিয়ে যায়।পর দিন ৯ ডিসেম্বর সকালে আবারও ওই পাক হানাদার বাহিনী জারিয়া-ময়মনসিংহ রেলপথে গৌরীপুর থেকে ট্রেনযোগে পূর্বধলায় প্রবেশ করতে চাইলে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমন ও প্রতিরোধের মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়।
এসময় পাক সৈন্যরা পূর্বধলা উপজেলার পাবই নামক স্থানে রেল সেতুটি মাইন বিষ্ফোরনে ধবংস করে যায়। ওই দিন নেত্রকোনার বিভিন্ন স্থানে আটকে পড়া পাক সৈন্যরা পরা জয়ের গ্লানি নিয়ে ঢাকায় ফেরার পথে উপজেলার শ্যামগঞ্জ পশ্চিম বাজারের মুক্তিযোদ্ধা সুধীর বড়ুয়াকে হত্যা করে। পূর্বধলার ওই যুদ্ধই একাত্তরের রণাঙ্গনে নেত্রকোনা জেলার শেষ যুদ্ধ।


একটি মন্তব্য পোস্ট করুন