এই মাত্র পাওয়া

হৃদয়ের দূরপথ....!

  

তুমি যেখানেই যাও,

যে পথেই হাঁটো, 

তবুও মনে রেখো-

আমার ভালোবাসা আছে-

তোমার নীরব সঙ্গী হয়ে।


দূরত্ব যদি এসে দেয় দেয়াল,

হোক না আকাশের ওপারে তোমার ঠিকানা —

তবুও জেনে রেখো,

আমি থাকবো অপেক্ষায়,

চোখে স্বপ্ন আর প্রহরের গুনতি নিয়ে।

আমার নিঃশ্বাসে আজও বাঁধা,

তোমার নামের কোমল ভালোবাসা।

তুমি যেখানেই যাও,

শুধু এইটুকু মনে রেখো —


আমার বেঁচে থাকা মানে,

অদৃশ্য এক সূতার টানে,

প্রতিদিন তোমাকে খুঁজে ফেরে এই মন।


আমার হৃদয়ের একটি অংশ-

তুমি নিয়ে গেছো,

সে শূন্যতা ভরে গেছে, 

তোমার হৃদয়েরই আরেকটি অংশ দিয়ে।


- ইশরাত হাসান 
তথ্যসূত্র: যুগান্তর

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও