শ্রীবরদী পৌরসভায় পানি সরবরাহে পাইপ লাইন স্থাপন কাজ উদ্বোধন - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

শ্রীবরদী পৌরসভায় পানি সরবরাহে পাইপ লাইন স্থাপন কাজ উদ্বোধন


মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: 

শ্রীবরদীতে পৌরসভায় পানি সরবরাহের লক্ষে বিভিন্ন ব্যাসের পাইপ লাইন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সারাদেশের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় এই কাজের শুভ উদ্বোধন করা হয়।

পৌর অফিস সংলগ্ন ডা. মুজাহিদুল ইসলাম দুলার বাড়ির সামনে থেকে পাইপ লাইন স্থাপনের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, শ্রীবরদী পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী বেলাল হোসেন, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম দুলা, ঠিকাদার প্রতিনিধি ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ার শাকিল প্রমুখ।

এ প্রকল্পের অধীনে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে শ্রীবরদী পৌর এলাকায় পানি সরবরাহের জন্য পাইপ লাইন স্থাপনের কাজ করা হবে।

কোন মন্তব্য নেই: