{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

ত্রিশালে কৃষকের জমির ধান কেটে দিলেন উপজেলা কৃষকলীগ

মামুনুর রশিদ ত্রিশাল। ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাস কোভিড(১৯) পরিস্থিতিতে বিপাকে পড়া কৃষকের জমির বোরো ধান কেটে দিলেন ত্রিশাল উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল ও সাধারন সম্পাদক মাহবুবুল আলম। জমিতে ধান কাটার কাজে অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা বাবুল ও ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবীর আকন্দ। তাদের সাথে  সহযোগিতা করেন ত্রিশাল উপজেলা কৃষকলীগের  নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে ত্রিশাল পৌর শহরের ৫ নং ওয়ার্ড এলাকার কৃষক  দুলাল উদ্দিন  এর জমিতে বোরো ধান কাটা হয়। ত্রিশাল উপজেলা কৃষক লীগের নেতৃত্বে  ৫০ সদস্যের  একটি দল পৌর সদরের ত্রিশাল ভাটি পাড়া গ্রামের  কৃষক দুলালের  চার কাঠা জমির বোরো ধানের ফসল কেটে দেয়।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন