{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

গোপালপুরের হেমনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ত্রান বিতরণ

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজারে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলার হেমনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল খান ও তার স্ত্রী সাথী খান। এসময় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের নিকট চাল ডাল ও সাবান বিতরণ করা হয়। করোনা ভাইরাস রোধে সামাজিক দুরত্ব বজায় এবং জরুরী প্রয়োজন ছাড়া সকলকে নিজ বাসগৃহে অবস্থান করার অনুরোধ জানান তিনি।

সোহেল খান বলেন, ২২ এপ্রিল থেকে ত্রাণকার্যক্রম শুরু করেছি এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলতে থাকবে।  করোনা আক্রান্ত হওয়ার ভয়কে উপেক্ষা করে প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য সহয়তা দেয়া অামাদের সকলের কর্তব্য। সমাজের সকল সামর্থবানদের সামর্থ্যানুযায়ী অসাহায়দের পাশে দাড়ানো অাহবান জানান তিনি।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন