{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

আটপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মো: আসাদুজ্জামান খান সোহাগ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু হয়েছে। ভর্তি হওয়ার প্রায় ঘন্টা খানেকের মধ্যেই তিনি মৃত্যু বরণ করেন। 

জানা যায়, মৃত ব্যক্তি গত ৪-৫ দিন যাবৎ নিজ বাড়িতে সর্দ্দি, জ্বর, শাসকষ্ট ও পাতলা পায়খানা রোগে ভোগছিলেন।

সে বানিয়াজান ইউনিয়নের চাড়িয়া গ্রামের মৃত যতিন্দ্র চন্দ্র সরকারের ছেলে আরাধন চন্দ্র সরকার (৬০)। তার শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তি অন্য কোন আক্রান্ত এলাকা থেকে আগত নন।   

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন