শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে। নিহত শাহীনুর রহমান ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুল আউয়াল।
স্থানীয়দের বরাত দিয়ে লে. কর্নেল আব্দুল আউয়াল বলেন, রাতে ১০-১২ জনের একদল যুবক সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়ন সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে।এতে গুলিবিদ্ধ হন শাহীনুর রহমান। সঙ্গীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন