{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দ্রব্যমুল্যের দাম কমানোর দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র বিক্ষোভ

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে এক বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টংক স্মৃতিসৌধ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিপিবি উপজেলা উপজেলা কমিটির সাধারণ কমরেড রুপন কুমার সরকার’র সঞ্চালনায় সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খাঁন, আঃ রাজ্জাক, যুবইউনিয়নের জেলা কমিটির সহ-সভাপতি জুয়েল রানা, উপজেলা ক্ষেতমজুর নেতা রহম আলী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ আলমগীর হোসাইন প্রমুখ।

‘সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ডিজেলের দাম কমানো সহ চাল-ডাল, তেল, পেঁয়াজ, আলু, ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম কমানোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন