তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে এক বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টংক স্মৃতিসৌধ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিপিবি উপজেলা উপজেলা কমিটির সাধারণ কমরেড রুপন কুমার সরকার’র সঞ্চালনায় সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খাঁন, আঃ রাজ্জাক, যুবইউনিয়নের জেলা কমিটির সহ-সভাপতি জুয়েল রানা, উপজেলা ক্ষেতমজুর নেতা রহম আলী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ আলমগীর হোসাইন প্রমুখ।
‘সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ডিজেলের দাম কমানো সহ চাল-ডাল, তেল, পেঁয়াজ, আলু, ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম কমানোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।’
একটি মন্তব্য পোস্ট করুন