শ্রীপুরে আ’লীগ নেতা কর্তৃক সাংবাদিক প্রহৃত - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

শ্রীপুরে আ’লীগ নেতা কর্তৃক সাংবাদিক প্রহৃত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি : শ্রীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম কর্তৃক সাংবাদিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পকেটমার সন্দেহে খায়রুল চৌধুরী এক ব্যক্তিকে মারধর করছেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী মোজাহিদ মারধরের ভিডিওটি ধারন করতে থাকেন। আওয়ামী লীগ নেতা কর্তৃক মারধরের ভিডিও সাংবাদিক ধারন করায় তার ওপরেও ছড়াও হয়ে সাংবাদিক মোজাহিদকে পকেটমার আখ্যা দিয়ে মারধর করতে থাকেন।

নির্যাতিত সাংবাদিক মোজাহিদ গণমাধ্যমকে জানান, সমবায় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গেলে পকেটমার সন্দেহে এক ব্যক্তিকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মারধর করছেন দেখে আমি ভিডিও করি। এসব আমি কেন ভিডিও করছি তাই আমার ওপরে খায়রুল ইসলামসহ কয়েকজন মিলে হামলা চালায়।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল ইসলাম বলেন, আমি চোরকে মেরেছি, সাংবাদিককে নয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরে কেন মেরেছেন ? চোরকে মারার ভিডিও কেন সাংবাদিক ধারন করবে ? তাই চড়-থাপ্পড় দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি তদন্ত মাহফুজ ইমতিয়াজ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: