ছেলের কাঁধে হাত রেখে লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ছেলের কাঁধে হাত রেখে লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে

লাঠিতে ভর দিয়ে ছেলের কাঁধে হাত রেখে ভোটকেন্দ্রে এসেছেন ধলি বেওয়া (৯৬)।  এ চিত্রটি দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার একটি কেন্দ্রের। সেখানে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে ইভিএমে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

ঘোড়াঘাট পৌর নির্বাচনে লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা হয় ৯৬ বছর বয়সী ধলি বেওয়ার সঙ্গে। তিনি এক হাতে লাঠিতে ভর দিয়ে অন্য হাত ছেলের কাঁধে রেখে ভোট দিতে এসেছেন। 


বৃদ্ধ ধলি বেওয়া বলেন, সকালে একটু শীত শীত অনুভব হচ্ছে । তারপরও ভোট দিতে এসেছি। শেষ সময়ে আর কপালে ভোট জুটবে কিনা জানি না। এটাই শেষ ভোট হতে পারে। তাই ছেলের কাঁধে হাত রেখে লাঠির উপর ভর দিয়ে ভোট দিতে এসেছি।ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসার বলেন, কেন্দ্রটিতে এবার ভোটার সংখ্যা ১৯৭৬ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট হয়েছে। লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। কোনো সমস্যা হয়নি।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও  ৩৩ জন পুরুষ, ১০ নারী সংরক্ষিত আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।পৌরসভায় ১৯ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: