মদনে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

মদনে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মোতাহার আলম চৌধুরী, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে  সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন ভূঁইয়া (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিহত রিয়াদ  মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী ও  স্থানীয় এক শ্রমিক নেতার ছেলে । রোববার রাতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পেছন  থেকে  একটি বাস রিয়াদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় রিয়াদ ও তার বন্ধু রূপক মিয়াকে উদ্ধার করে প্রথমে মদন হাসপাতালে ও পরে ময়মনসিংহ হাসাপাতালে নেওয়ার পথে রিয়াদ হোসেন মারা যায়। আর তার বন্ধু  রুপককে ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। 

এ ঘটনার বিচারের দাবিতে সোমবার মদন উপজেলার ছাত্রলীগের নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার মদন-নেত্রকোনা সড়কে  বাস চলাচল বন্ধ রয়েছে বলে শ্রমিক নেতা নূরুল ইসলাম খান জানান।  

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কোন মন্তব্য নেই: