{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

মদনে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মোতাহার আলম চৌধুরী, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে  সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন ভূঁইয়া (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিহত রিয়াদ  মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী ও  স্থানীয় এক শ্রমিক নেতার ছেলে । রোববার রাতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পেছন  থেকে  একটি বাস রিয়াদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় রিয়াদ ও তার বন্ধু রূপক মিয়াকে উদ্ধার করে প্রথমে মদন হাসপাতালে ও পরে ময়মনসিংহ হাসাপাতালে নেওয়ার পথে রিয়াদ হোসেন মারা যায়। আর তার বন্ধু  রুপককে ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। 

এ ঘটনার বিচারের দাবিতে সোমবার মদন উপজেলার ছাত্রলীগের নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার মদন-নেত্রকোনা সড়কে  বাস চলাচল বন্ধ রয়েছে বলে শ্রমিক নেতা নূরুল ইসলাম খান জানান।  

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন