গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ৮০ নং রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের  ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

চতুর্থ প্রাথমিক শিক্ষা কর্মসুচী ( পিইডিপি ৪) আওতায় (প্রাক্কলিত  মূল্য ৭৩, ১০, ৭৯৯,০০)  চুক্তিমূল্য ৬২,৫৭,০৫৮, ০০ ব্যয়ে  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে  নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার  (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে  পরিচালনা কমিটির মোঃ রিপন মিয়ার  সভাপতিত্বে সহকারী শিক্ষক ফারুখ আহম্মেদ সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুখ,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাশিদ,  মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান ফকির, `ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জজ মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাদেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন'। 

কোন মন্তব্য নেই: