কালবৈশাখী ঝড়ে নিহত ১, নুয়ে পড়েছে ফসল
বগুড়া: বগুড়ায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া ক্ষতির মুখে পড়েছে বোরো আবাদ। যদিও কৃষি বিভাগ বলছে, আর বৃষ্টিপাত না হলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না।
বুধবার (২০ এপ্রিল) ভোরে সারাদেশের অনেক এলাকার মতো বগুড়াতেও কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪৫)। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে। `দুর্ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে গোবর দিয়ে তৈরি লাড়কি ঘরে তুলছিলেন। এসময় সজনে গাছের ডাল তার মাথায় ভেঙে পড়ে।,বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, ভোর ৪টা ২০ মিনিটে শুরু হয়ে পাঁচ মিনিট স্থায়ী হয় তীব্র ঝড়। উত্তর-পশ্চিম কোণ থেকে বয়ে যাওয়া এই ঝড়ের সময় ভারী বৃষ্টিপাতও হয়। আবহাওয়া অফিস ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
স্থানীয়রা বলছেন, ঝড়ের কারণে বোরো আবাদ বেশ ক্ষতির মুখে পড়েছে। `এতে মাঠের পর পর ধান ক্ষেতের ফসল নুয়ে পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে, আর তীব্র বৃষ্টিপাত না হলে ফসলের খুব একটা ক্ষতি হবে না।,
কৃষি বিভাগের তথ্য বলছে, কয়েকটি উপজেলায় ৪ হাজার ৩৭৭ হেক্টর জমির ধান গাছ নুয়ে পড়েছে। এর মধ্যে বগুড়ার শেরপুর, ধুনট, সদর, শিবগঞ্জ ও নন্দীগ্রামে জমির বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেশি।
বগুড়া কৃষি বিভাগের উপপরিচালক দুলাল হোসেন বলেন, জমিতে ধান গাছ নুয়ে পড়লেও আর যদি বৃষ্টিপাত না হয়, `তাহলে ফসলের তেমন ক্ষতি হবে না।,
from Sarabangla | https://ift.tt/YVgoH4N via IFTTT


একটি মন্তব্য পোস্ট করুন