যমুনায় নিখোঁজের পরদিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজের পরদিন দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে তিন ঘণ্টা ব্যবধানে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার (১৮ এপ্রিল) তারা নিখোঁজ হয়।দুই ভাই-বোনের মধ্যে নিরা খাতুন সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ছোট ভাই জিসান (৭) ছিল ময়ূরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা। তাদের বাবা চরবাটিয়া চরের মশিদুল সরকার।
পরিবার জানিয়েছে, সোমবার দুপুরে নিজেদের বাড়ির কাছে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল নিরা ও জিসান। সেখানেই নিখোঁজ হয় তারা। `দিনভর খুঁজেও তাদের পাওয়া যায়নি।,
পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চরবাটিয়া চরের কাছাকাছি এলাকাতেই যমুনা নদী থেকে নিরার মরদেহ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। `ঘণ্টা তিনেক পরে সকাল সাড়ে ১০টার দিকে একই দল উদ্ধার করে জিসানের মরদেহ।,
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ময়েজ উদ্দিন জানান, সোমবার দিনভর খুঁজেও দুই ভাই-বোনের কোনো সন্ধান পাওয়া যায়নি। `এ কারণে রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছিল। তারা এসে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে।,
from Sarabangla | https://ift.tt/TFjqCMl via IFTTT
একটি মন্তব্য পোস্ট করুন