{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

ঝিনাইগাতীতে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে  বিদ্যুতস্পৃষ্টে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে  উপজেলা সীমান্তের রাংটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

ওই গৃহবধূর নাম শ্রী অষ্ট মনি কোচ (৫০)। ‘তিনি ওই গ্রামের শ্রী মাখন চন্দ্র কোচের স্ত্রী।, 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী ভেজা কাপড় জিআই তারে শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। প‌রে আহত অবস্থায় তা‌কে দ্রুত ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে ঝিনাইগাতী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

‘ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন