ঢাকা: রাজধানীর গ্রীনরোডে বহুতল ভবন থেকে সানশেড ভেঙ্গে পড়ে দুই জন আহতের ঘটনায় শফি উল্লাহ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এনামুল হক (৫০) নামে অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, আহত অবস্থায় সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাকে আবার রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রুপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, তারা গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে বের হবার পরই পাশের খাজা হোটেলের ৬তলা বিল্ডিংর উপর থেকে সানশেড ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়। `সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাদেরকে হাসপাতালে নিয়ে যান।,
শফি উল্লাহর পরিচিত মো. ইদ্রীস আলী জানান, শফি উল্লাহ ধানমন্ডি আই হাসপাতালের পিছনের একটি বাসায় থাকেন। গ্রীন রোডে গ্রীন মার্ট মার্কেটে "সায়মা কম্পিউটার" `নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। তার বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলায়। এক মেয়ের জনক ছিলেন তিনি।,
আর গ্রীন রোডের রুপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল। রেস্টুরেন্টের উপরের তলায় থাকেন তিনি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, একটি পুরাতন ভবনের সাশেড ভেঙে নিচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। `তাদেরকে স্থানীয়রা প্রথমে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।,
from Sarabangla | https://ift.tt/JX1rzA5 via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন