গৌরীপুরে ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং
গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি: মুজিবশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।,
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে অফিসার্স ক্লাবে তৃতীয় পর্যায়ে ৩৫ টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন।,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) নিকাত আরা, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুখ আহাম্মেদ, সাধারন সম্পাদক ফারুখ আহাম্মদ, ‘ইউপি চেয়ারম্যান সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।’
একটি মন্তব্য পোস্ট করুন