পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম পূর্বধলায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
কর্মশালায় পূর্বধলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. বিজয় প্রকাশ বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (মাতৃছায়া) ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান, আনিছুর রহমান, জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, ডিস্ট্রিক কনসালটেন্ড ডা. বাবুল সরকার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবু হাসান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস বেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ।
অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, জিও/এনজিও ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন