{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

টাঙ্গাইলে কূপ খননের সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: শহরের আশেকপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কূপ খননের সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ শ্রমিক। মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। 
মৃত শ্রমিকরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল ও লিটন পাল। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের সময় ৫ জন কুমার কাজ করছিল। 

এসময় ২ জন কূপের নিচে ছিল। আর ৩ জন কূপের উপরে ছিল। কাজ করার এক পর্যায়ে দুপুরে কূপের মাটি ধসে মাটির নিচে চাপা পড়ে শ্রমিক আনন্দ পাল ও লিটন পাল। এ সময় এলাকাবাসী আহত অবস্থায় উপরের তিন শ্রমিককে উদ্ধার করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে কূপের নিচে চাপা পড়া ২ জনের লাশ উদ্ধার করে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দারাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় চারপাশ থেকে মাটিচাপা পরে নিহত দুই জনের উপর।পরে স্থানীয় লোকজন জানালে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। 

 The post appeared first on Sarabangla http://dlvr.it/SQ4stT

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন