গাইবান্ধায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৪ মে, ২০২২

গাইবান্ধায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা: সদর উপজেলার গাইবান্ধা-ধর্মপুর সড়কে সিএনজির ধাক্কায় লাবণ্য মিয়া (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক জন।
 
ঙ্গলবার (৩ মে) সন্ধ্যে ৭টার দিকে কাবিলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ‘নিহত লাবণ্য খোলাহাটী ইউনিয়নের মাঠবাজার এলাকার ছয়ঘড়িয়া গ্রামের আহসান আলীর ছেলে। খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম হক্কানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ,

প্রত্যক্ষদর্শীরা জানান, লাবণ্য মোটরসাইকেল যোগে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। ‘পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক সিএনজিটিকে আটক করেছে স্থানীয়রা।, 

 The post appeared first on Sarabangla http://dlvr.it/SPj2N6

কোন মন্তব্য নেই: