{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

মোহনগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানি ও ত্রান বিতরণ

এস,এম, সারোয়ার খোকন :

নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত মানুষের মাঝে  নদীর পানি উত্তোলন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের  মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে দূর্গত মানুষের মাঝে বিতরণ করেছে। এ সময় তারা ওই দূর্গত মানুষের মাঝে শুকনো খাবারও বিতরণ করেন।

আজ  শনিবার (২৫জুন) সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর বাজারে দুপুর ১২ থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুজ সাকিব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার  মোঃ শহীদ, সুয়াইর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম প্রমুখ।,


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন