{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় গর্তের পানিতে ডুবে হ্যাপি আক্তার (৭) ও রাবেয়া (৬) নামে দুই শিশু কন্যা মারা গেছে।,

আজ  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হ্যাপি আক্তার ওই গ্রামের হেলাল  উদ্দিনের মেয়ে  ও  রাবেয়া লাবলু মিয়ার মেয়ে। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।,



নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় ওই দুই শিশু সবার অজান্তে বাড়ির পাশে একটি গর্তের পানিতে  পড়ে যায়।,


অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন তাদেরকে ওই গর্তের পানি থেকে ভাসমান অবস্থায়  উদ্ধার করে দ্রুত  পূর্বধলা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে  মৃত ঘোষণা করেন।


স্থানীয় খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।,


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন