{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ খেলাফত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার বাদ জুম্মা হযরত হাফেজ্জী হুজুর (রহ:) এর ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলননেত্রকোনা সদর শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।,  

মিছিলটি জেলা শহরের বারহাটা রোডস্থ জামিয়া মিফ্তাহুল উলুম মাদরাসার সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।,



মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার নেতা মাওলানা আনোয়ার শাহ্,  ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা গাজী আবদুর রহীম, মাওলানা হযরত আলী,  ছাত্রনেতা হাফেজ শরিফুল হক,  ফাহিম রহমান পাঠান,  হাফেজ সাকিবুল হাসান, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।, 

সমাবেশে বক্তারা অবিলম্বে ভারত সরকারকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।,’




একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন