{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।, আজ মঙ্গলাবার (২৯অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-গৌরীপুর রেললাইনের শালীহর নামক

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।, আজ মঙ্গলাবার (২৯অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-গৌরীপুর রেললাইনের শালীহর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।,

গৌরীপুর স্টেশন রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, ময়মনসিংহ-গৌরীপুর রেললাইনের শালীহর নামক স্থানে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তি (৪৬) মৃতুবরণ করে।, 

খরব পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করতে ময়মনসিংহ পিবিআই অফিসে নেয়া হয়েছে। পরে লাশ ময়মনা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।,'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন