{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}
Header Ads

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

বৈষম্য বিরোধী আন্দেলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা

মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪সালের জুলাই -আগষ্টেরছাত্র জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিাততে এক স্মরণ সভা
প্রকাশঃ
অ+ অ-

এস,এম,সারোয়ার খোকন : মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪সালের জুলাই -আগষ্টেরছাত্র জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিাততে এক স্মরণ সভা অনুষ্টিত হয়।

আজ মঙ্গলবার উপজেলা মাল্টিপারপাস হল রুমে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনার মাধ্যমে সভা শুরুহয়।, 

ইউএনও রেজওয়ানা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের’র সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আঃ রহিম মিয়া,ওসি মো. আমিনূল ইসলাম,ছাত্রদের মধ্যে শরীফ আহম্মেদ, মো. তানভীর আহমেদ, মো. মুস্তাকিম প্রমুখ।,

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো. আব্দুস সাকুর সাদী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিসী, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন প্রমুখ।, ’

একটি মন্তব্য করুন

ads
]
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন