পূর্বধলায় ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
এ যুগে তরুণ প্রজন্মসহ সবাই ব্যস্ত ভার্চুয়াল জগতে। অনেকেই অনলাইনে সময় কাটিয়ে বিপথগামীও হচ্ছেন। ঠিক এমন সময়ে তাদের বইমুখী করতে নেত্রকোনার পূর্বধলায়শফিকুল আলম শাহীন : এ যুগে তরুণ প্রজন্মসহ সবাই ব্যস্ত ভার্চুয়াল জগতে। অনেকেই অনলাইনে সময় কাটিয়ে বিপথগামীও হচ্ছেন। ঠিক এমন সময়ে তাদের বইমুখী করতে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। উপজেলা পরিষদের একটি কক্ষে গড়ে তুলেছেন উন্মুক্ত লাইব্রেরি ।সরেজমিনে দেখা গেছে, প্রতিটি লাইব্রেরিতে নান্দনিকভাবে সাজানো রয়েছে বিভিন্ন বই। লাইব্রেরির বুকশেলফ থেকে পাঠকরা তাদের পছন্দমতো বই পড়তে পরছেন। ইউএনও’র এই উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দারুণ খুশি।
উপজেলা সদরের পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুঁই বলেন, লাইব্রেরিটি হওয়ায় আমরা খুব খুশি। এখানে অনেক ভালো ভালো বই রয়েছে। বিকেলে এসে বই পড়তে দারুণ লাগে। বই পড়ে অনেক কিছু শিখতে পারি।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা তনয় নামে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, অস্থির এই সমাজে এমন একটি উদ্যোগ দেখে আমি অভিভূত। একজন ইউএনও যদি এমন একটি লাইব্রেরি করে দিতে পারেন, তবে আমরা তার সদ্ব্যবহার না করাটা খুবই কষ্টের হবে।
স্থানীয় শিক্ষক ও কলাম লেখক জাকির আহমেদ খান কামাল বলেন, দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর - সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে। তাই ইউএনও সাহেবের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
স্থানীয় উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদার বলেন, আমাদের ইউএনও একটি মহৎ কাজ করেছেন। এমন উদ্যোগে সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসা উচিত। যত বেশি লাইব্রেরি হবে, মানুষ তত বেশি বইমুখী হবে। এতে সমাজ আরও সুন্দর হবে। আমাদের ইউএনও খুবই স্মার্ট ও ভালো মনের মানুষ। তিনি আমাদের উপজেলাকে স্মার্ট ও মডেল উপজেলায় পরিণত করতে কাজ করছেন। এমন একজন ইউএনও পেয়ে আমরা সত্যিই আনন্দিত। বর্তমানে তার বদলীর খবরটি শুনে আমরা মর্মাহত। এমন একজন মানবিক ইউএনওকে আমরা হারাতে চাই না। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন।
এ বিষয়ে ইউএনও খবিরুল আহসান বলেন, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এই সময়ে মানুষ ধীরে ধীরে যান্ত্রিক হয়ে পড়ছে। শিশু থেকে বৃদ্ধ সবাই ভার্চুয়াল জগতে নিমগ্ন। কেউ এখন আর আগের মতো বই পড়ে না। অথচ বই হলো জ্ঞানার্জনের ভান্ডার। মানুষকে কিছুটা হলেও বইমুখী করতে এই উদ্যোগ নিয়েছি। কিছুসংখ্যক বই দিয়ে শুরু করেছি, পর্যায়ক্রমে এর বিস্তার ঘটানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন