{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও ২ জন গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সহ-সভাপতি আজহারুল ইসলাম আকাশ (২৮) ও যুবলীগ নেতা আবুল হোসেন খা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের উপজেলা কমিটির সহ-সভাপতি আজহারুল ইসলাম আকাশ (২৮) ও যুবলীগ নেতা আবুল হোসেন খান (৪৯) নামের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আজহারুল ইসলাম আকাশ উপজেলার কালিহর (মাইজপাড়া) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও   আবুল হোসেন উপজেলার নরনারায়নপুর গ্রামের মৃত  আক্তার হোসেন খানের ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।  

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে আজহারুল ইসলামকে উপজেলার হাটখলা বাজার থেকে ও আবুল হোসেনকে নারান্দিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান- আটককৃতরা পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ -০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/ দ: বি: এর মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন