স্বপ্ন সফলের আনন্দে ভাসছেন ‘ঋতুপর্ণারা’
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মিয়ানমারে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী মিয়ানমার ও বাহরাইন-বাধা দারুণপূর্বকন্ঠ ডেস্ক : এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মিয়ানমারে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী মিয়ানমার ও বাহরাইন-বাধা দারুণভাবে অতিক্রম করে লক্ষ্যটা পূরণ করে আনন্দে ভাসছেন দেশের মেয়েরা।,
বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।,গ্রুপ পর্বে বাহরাইন ও তুর্কেমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এশিয়া কাপে বাংলাদেশের কোয়ালিফাই নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ফলাফল যাই ঘটুক না কেন তাতে কোনো সমস্যা হবে না। ‘অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় ২০২৬ এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ।,
মিয়ানমারের বিপক্ষে ম্যাচ শেষে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সেই লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন জোড়া গোলদাতা ‘ঋতুপর্ণা’ চাকমা।, এই ফরোয়ার্ড বলেন, প্রথমেই বলব, আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি, ম্যাচ বাই ম্যাচ জেতার।, আমরা যার যার পারফরম্যান্স, ‘তা দেওয়ার চেষ্টা করেছি এবং সে অনুযায়ী ফল পেয়েছি।,’
তিনি আরো বলেন, ‘সমর্থকদের বলব, সমর্থন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ‘এখন যেভাবে সমর্থন দিচ্ছেন, ‘আগামীতেও একইভাবে দিয়ে যাবেন।’
‘ঋতুপর্ণার’ গোলেই উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশ। খেলার ১৮ মিনিটে তার বাঁ পায়ের নিখুঁত শটে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে লাল-সবুজ জার্সিধারীরা। ৭২ মিনিটে আবারও ঋতুপর্ণাকে ঘিরে উৎসব করে বাংলাদেশ। তার দারুণ গোলেই স্কোরলাইন ২-০ হয়। ‘তবে টানা দুই ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকতে চান না ঋতুপর্ণারা।, তাদের চোখ ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে। ‘গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়ে দিতে চায় বাংলাদেশ।,
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে তুর্কমেনিস্তান। ‘তারা ১৪১তম অবস্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ১২৮তম অবস্থানে। ‘সামনের ম্যাচে জয় তুলে নিয়ে এশিয়ান কাপ নিশ্চিতের আনন্দোৎসব করতে চান বাংলাদেশ নারী দলের ফুটবলাররা।’, তথ্য সূত্র: আমার দেশ।
একটি মন্তব্য পোস্ট করুন