{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করলো পূর্বধলা থানা

অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এ মাসের অপরাধ পর্যালোচনা সভায় চ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এ মাসের অপরাধ পর্যালোচনা সভায় চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

রবিবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি ও কর্মকাণ্ড মূল্যায়ন করা হয়। ঘোষিত ফলাফলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে।

অপরাধ তদন্ত কার্যক্রমে সাফল্যের জন্য ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দে পান শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার স্বীকৃতি। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন হয়েছেন শ্রেষ্ঠ আইসি, আর নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম হয়েছেন শ্রেষ্ঠ বিট অফিসার।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ পিপিএম তাদের হাতে শ্রেষ্ঠত্বের সম্মানা স্মাারক ও প্রশংসাপত্র তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত সভায় পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ, পিপিএম বলেন, “জনগণের পাশে থেকে সেবা দিতে পুলিশ সদস্যরা দিন-রাত কাজ করছেন। তাঁদের আন্তরিকতা, সততা ও দক্ষতার কারণেই অপরাধ দমন সম্ভব হচ্ছে। পূর্বধলা থানার এই অর্জন অন্য থানার জন্যও প্রেরণার উৎস হবে।”

তিনি আরও বলেন, এ ধরনের স্বীকৃতি শুধু সম্মান নয়, বরং দায়িত্বও বাড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে প্রতিটি থানাকে একইভাবে জনগণের আস্থা অর্জনের দিকে মনোযোগী হতে হবে।

সভায় জেলার বিভিন্ন থানার কর্মকর্তা, গোয়েন্দা শাখার সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাফল্যের মধ্য দিয়ে পূর্বধলা থানা আবারও প্রমাণ করলো, সততা, নিষ্ঠা ও টিমওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব।

স্থানীয় মানুষও পুলিশের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করেছেন, ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব সেবা পাবেন তারা।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন