পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত জিয়া মঞ্চ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত জিয়া মঞ্চ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিয়া মঞ্চ পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৫ (১৬১) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, সায়োদ আল মামুন শহীদ ফকির, মো. সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, ইশতিয়াক আহমেদ বাবু, মো. সালাউদ্দিন আহমেদ নওয়াব, যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম হেলালি, জেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফ মিয়া, সাধারণ সম্পাদক এস. এম. মামুন, নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ।
জিয়া মঞ্চ পূর্বধলা উপজেলা শাখার সদস্য সচিব ইবনুল সাবিদ অনিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহিম তালুকদার।
সভায় বক্তারা সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অতিথিরা তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন