{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বালাই নাশক স্প্রে মেশিন বিতরণ


মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বালাই নাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। রোববার বিকালে পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে শ্রীবরদী সদর ও গড়জরিপা ইউনিয়নের ১ শত ৫৩ জন কৃষকের মাঝে বালাই নাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।


এ উপলক্ষে ডাকবাংলো চত্বরে জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের উপ-সচিব সাইয়েদ এ.জেড মোরশেদ আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন