নেত্রকোনায় বারী সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
কে এম সাখাওয়াত হোসেন,নেত্রকোনা : উপ মহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ বারী সিদ্দিকীর
দ্বিতীয় মৃত্যুবাষিকী পালিত হয়েছে। নেত্রকোনার সদরের চল্লিশা এলাকার কার্লি গ্রামে সাধকের নিজ প্রতিষ্ঠিত বাউল বাড়িতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভক্ত অনুরাগীরা। (২৪ নভেম্বর) রবিবার বিকালে হিমু পাঠক আড্ডার উদ্যোগে বাড়ির সামেন আম গাছতলায় শায়িত বারী সিদ্দিকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পড়া হয়।শ্রদ্ধাঞ্জলি দেয়ার সময় হিমু পাঠক আড্ডার সকল সদস্যদের সাথে বারী সিদ্দিকীর সহধর্মিনী ফরিদা ইয়াসমিন, স্ত্রীর ভাই যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, নরসিংদী থেকে আগত বিশিষ্ট গীতিকার ও সুরকার এমপি সামছুদ্দিন আহমেদ এছাক সংগীত একাডেমীর পক্ষে পুত্র হারুন অর রশীদ, নরসিংদীর শিল্পী টিপু সুলতান, হিমু পাঠক আড্ডার প্রোগ্রাম অর্গানাইজার নাজনীন সুলতানা, শাহাদাৎ হোসেন শিমুল, প্রিয়াংকা বিশ্বাস, সোহরাব উদ্দিন আকন্দ, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান ও শিক্ষক নেতা সরোজ মোস্তফাসহ অন্যরা উপিস্থিত ছিলেন। পরে বারী সিদ্দিকী স্মরণে গানের আসর বসানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন