দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপজেলা পরিষদ এলাকায় মঙ্গলবার দুপুরে পৌর অবকাঠামো উন্নয়নের বরাদ্দ থেকে ৯৯০ মিটার দৈর্ঘ্য রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়।
প্রায় কোটি টাকায় ব্যায়ের এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম। জনগনের চলাচলের সুবিধার্থে দুর্গাপুর পৌরসভা থেকে রাস্তা সংস্কারের উদ্দ্যেগ নেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, পৌর প্রকৌশলী নওশাদ আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, ঠিকাদার বিপ্লব কৃষ্ণ রায়, কাউন্সিলর রাকিবুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে পৌরসভার পুর্বউৎরাইল বাজারে সাধারণ জনগনের চলাচলের সুবিধার্থে ব্যক্তি উদ্দ্যেগে প্রায় ১লক্ষ টাকা ব্যয়ে পাকা সিঁড়ি নির্মান কাজ উদ্বোধন করেছেন। এ অর্থ ব্যয় করেন বিশিষ্ট ব্যবসায়ি মো. আলাল উদ্দিন আলাল। এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, মাইকেল প্রদীপ বাউল, সাংবাদিক রাখী দ্রং সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন