{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু


পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :  নেত্রকোনার পূর্বধলায় আজ বৃহস্পতিবার সকালে অমিত হাসান (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের  মেঘশিমূল পশ্চিম পাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে। 
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, অমিত হাসান আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক এসআই মো. আবু রায়হান জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা
যায়নি। তবে সে বেশ কিছুদিন যাবত মানসিক বিকারগ্রস্থ ছিল।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন