শ্যামাপূজা ও দীপাবলী উৎসব আজ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

শ্যামাপূজা ও দীপাবলী উৎসব আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ অনেক নামে পরিচিত।

হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে এ পূজা অনুষ্ঠিত হয়। 

লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীরা আজ মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনা করবেন। একই সঙ্গে দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। 

দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় জানান, কালীপূজা উপলক্ষে রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় সহস্র প্রদীপ জ্বালানো হবে। এর উদ্বোধন করবেন সেক্টর কমান্ডার সি আর দত্ত। প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রমনা কালী মন্দিরের সাধারণ সম্পাদক দয়াময় বিশ্বাস জানিয়েছেন, কালীপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় মন্দিরে পাঁচ হাজার প্রদীপ প্রজ্বালন করা হবে। এ ছাড়া শনি ও রোববার আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

বাংলাদেশ জার্নাল/কেআই

কোন মন্তব্য নেই: