গৌরীপুরে শিক্ষিকার হাতে শিক্ষিকা লাঞ্ছিত
শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনায় একে অপরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ে এমন ঘটনায় হতভম্ব অভিভাবক ও ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনের বিরুদ্ধে । বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে শারিরিক ভাবে লাঞ্ছিত ও অশালীন আচরণের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা ।এ ব্যাপারে মঙ্গলবার (১ লা নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানাগেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধোপাজাঙ্গালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা বর্তমানে ময়মনসিংহে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকার সুবাদে বাড়িতে আসেন। পরে (২৮ অক্টোবর) তিনি সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করতে বিদ্যালয়ে যান। এ সময় শহকারী শিক্ষক রুনা আক্তার ও বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী জুয়েল মিয়ার সন্মূকে শারমিন সুলতানাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। ইতি পূর্বে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী অভিভাবক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মুল্যায়ন করেনি এমনকি শিক্ষার্থীদের মারধর করতেন। স্থানীয়রা জানান, এর আগেও শাহনাজ পারভীনের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসে একটি অভিযোগ দেওয়া হয়েছিল কিন্তু কোন ব্যবস্থা নেয়নি প্রাথমিক শিক্ষা অফিস। এ বিষয়ে শাহনাজ পারভীন সাংবাদিকদের জানান আমাকে আগে মারছে পরে আমি শারমিন সুলতানাকে মেরেছি। `গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, লিখিত অভিযোগ তিনি হাতে পাননি। ঘটনাটি মৌখিকভাবে জানার পর সহকারী শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী জান্নাতকে বিষয়টি খতিয়ে দেখতে দায়িত্ব দেয়া হয়েছে। '
দু:খ্যজনক।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন